Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

প্রাথমিক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার ভিত্তি। প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও বাধ্যতামূলক করা হয়েছে। বিদ্যালয় গমনোপযোগী প্রায় 100% শিশুকে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা হলেও মানসম্মত শিক্ষা তথা প্রাথমিক পর্যায়ের সকল শিশুকে তাদের কাংখিত অজন উপযোগী যোগ্যতা অর্জনের প্রচেষ্ট অব্যাহত আছে। 10 টি উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা জেলা মূলত হাওড়, পাহাড় ও পাহাড়ী নদী বিদৌত তারপরও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে নিরলস প্রচেষ্ঠা অব্যাহত আছে। নেত্রকোণা জেলার  শিক্ষকঃ  শিক্ষার্থী এবং শিক্ষার্থী:শ্রেণিকক্ষের অনুপাত হ্রাসকরণের লক্ষ্যে এ জেলায় নতুন শিক্ষকের পদসৃষ্টিসহ 1233 জন শিক্ষকের নিয়োগ প্রদান করা হয়েছে। শতভাগ ভর্তি নিশ্চিত করারলক্ষ্যে 1160 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। বাস্তব চাহিদার আলোকে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে মোট 630 টি দপ্তরি কাম প্রহরী পদ সৃজন করা হয়েছে। বিদ্যালয় পর্যায়ে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ পর্যন্ত 626 নলকূপ স্থাপনসহ 383টি ওয়াশব্লক নির্মাণ করা হয়েছে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সকল শিক্ষার্থীর মধ্যে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিনামূল্যের মোট 60 লক্ষাধিক বই বিতরণ করা হয়েছে। তাছাড়া, ঝরেপড়া রোধসহ প্রাথমিক শিক্ষা সমাপনের লক্ষ্যে দরিদ্র পরিবারের শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় 260118 শিক্ষার্থীকে উপবৃত্তি এবং কলমাকান্দা উপজেলায় 36640 শিক্ষার্থীকে স্কুল ফিডিং এর আওতায় আনা হয়েছে। 630 টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে। 20 টি প্রাথমিক বিদ্যালয়ে শিখবে প্রতিটি শিশু (ইসিএল) এর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রীকরণের 1271 টি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP)বাস্তবায়নের জন্য বিদ্যালয় প্রতি বাৎসরিক ৪০ হাজার টাকা করে বরাদ্দ প্রদান করা হচ্ছে। ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ২০১২ সাল হতে  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট পরিচালিত হয়ে আসছে। একই সাথে বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিতভাবে আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।